Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শনা হয়ে ভারত থেকে ফিরলেন ১১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২১ ০০:৩৭

চুয়াডাঙ্গা: কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকে পড়া তিন নারীসহ ১১ বাংলাদেশি চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ভারতের গেদে চেকপোস্ট হয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন সারাবাংলাকে বলেন, ভারত থেকে ফেরা ১১ বাংলাদেশিকে র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর; চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাস এবং শহরের আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হবে। এদের মধ্যে যাদের করোনা টেস্টে পজিটিভ আসবে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে।

সারাবাংলা/একেএম

আইসোলেশন কোয়ারেনটাইন চুয়াডাঙ্গা দর্শনা নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর