সৌদি আরবে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
১৮ মে ২০২১ ২০:৩৩
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সৌদি আরবের মক্কা আওয়ামী ফাউন্ডেশন । এ উপলক্ষে সোমবার (১৭ মে) মক্কার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে কোরআন তেলওয়াত করেন রিদওয়ানুল হক। সংগঠনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবউল্লাহ সওদাগর। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বেনী আমিন, মো নাছির, আবছার উদ্দিন, মো. শাহ আলম, হাসান আমিন ভূইয়া, তাজুল ইসলাম, মো. মোরশেদ, সেলিম জাবেদ, মক্কা বঙ্গবন্ধু পরিষদের আবু সাইয়েদ সবুজ, ইব্রাহিম চৌধুরী বিল্লু ও সাংবাদিক সেলিম আহমেদ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেদিন ফিরে এসেছিলেন বলেই এ করোনা সংকটেও বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ।
এসময় বিশেষ অতিথি হিসেবে মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসান জসিম, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সৌদি নাগরিক জামাল মির্দাদ, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সহ-সভাপতি শমসের আলম, আবদুল হক, রফিকুল ইসলাম, উপদেষ্টা ইন্জিনিয়ার শাহ আলম উপস্থিত ছিলেন।
এতে আরও উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের খোরশেদ আলম, রহমত উল্লাহ, আবদুর রশিদ, নাজিমুদ্দিন, রিফাত খান, জাফর আলম, মোরশেদ আলম, মো. শাহজাহান, মোহাম্মদ মিন্টু, কায়সার খান।
সারাবাংলা/এসএসএ