মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু
১৮ মে ২০২১ ২১:০৫
মানিকগঞ্জ: পৃথক বজ্রপাতের ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
নিহতরা হলেন, সদর উপজেলার গিলন্ড গ্রামের মাসুদ মোল্লার ছেলে আসিফ মোল্লা (১৬) ও ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের কৃষক আজমত আলী (৫০)। মৃত আসিফ স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, আসিফ মোল্লাসহ কয়েকজন বিকেলে ঘুড়ি উড়ানোর জন্য খোলা মাঠে যায়। বজ্রপাতের সৃষ্টি হলে ঘটনাস্থলেই আসিফ মোল্লা মারা যায়। এসময় বজ্রপাতে আহত হয় আসিফের বন্ধু আব্দুল্লাহ ও অনিক। এদের মধ্যে অনিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মুন্নু মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আব্দুল্লাহকে।
অপরদিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আজমত আলী মানিকগঞ্জ পৌর এলাকায় পৌলি গ্রামে আব্দুল হকের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেলে ধান খেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে তিনি আব্দুল হকের বাড়ি ফিরছিলেন। এসময় তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সারাবাংলা/এসএসএ