‘প্রধানমন্ত্রীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র’
১৮ মে ২০২১ ২১:১৫
চট্টগ্রাম ব্যুরো: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী।
মঙ্গলবার (১৮ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে সিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দেশকে যেভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতেই সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করেছে। সচিবালয়ে যারা তার ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তার বিরুদ্ধে নথি চুরির যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, ‘সচিবালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এর বিচার চাই এবং সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সব সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘পেশাদার সাংবাদিক হিসেবে রোজিনা ইসলাম সচিবালয়ে গিয়েছিলেন। সেখানে পরিকল্পিতভাবে তাকে একটি কক্ষে আটকে রেখে চরমভাবে হেনস্তা করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির মিথ্যা মামলা সাজানো হয়েছে।’
তিনি বলেন, ‘করোনা মহামারিকালে প্রধানমন্ত্রী যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে একজন সাংবাদিকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার এ ধরনের ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, সাংবাদিক প্রীতম দাশ ও সুবল বড়ুয়া।
সারাবাংলা/আরডি/টিআর