রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি বিজেএফডির
১৯ মে ২০২১ ০০:২৬
ঢাকা: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকা (বিজেএফডি)।
মঙ্গলবার (১৮ মে) সংগঠনের সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা করা ও অসুস্থ হওয়ার পর চিকিৎসা না দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
বিজেএফডির বিবৃতিতে রোজিনাকে গ্রেফতার ও কারারুদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এ অপতৎপরতা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের নেতিবাচক মনোভাব ও অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। যা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য হুমকি। গণতান্ত্রিক চর্চা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনেও এ ধরনের হীন চেষ্টা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করবে।
সারাবাংলা/জিএস/পিটিএম
প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম মুক্তি দাবি রোজিনা ইসলাম সাংবাদিক