Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোজিনা ইসলামকে কাগজ ধরিয়ে দিয়ে অভিযোগ দাঁড় করানো হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৪:২৫

ঢাকা: দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

বুধবার (১৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই অনুষ্ঠিত মানববন্ধন হয়। মানববন্ধনে বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে- এর বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা তার মুক্তি চাই। তার সঙ্গে যারা অন্যায় করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি বলেন, রোজিনা ইসলামকে ডেকে নিয়ে কাগজ ধরিয়ে নাটকের মতো করে অভিযোগ দাঁড় করানো হয়েছে। আমার দুটি প্রশ্ন- একটি অভিযোগ দিতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ৬ ঘণ্টা অপেক্ষা করেছে। ৬ ঘণ্টা অপেক্ষা করার কারণটা কী? কী এমন অপরাধ করেছে সে?

‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রাষ্ট্রীয় গোপন নথি সে চুরি করেছে। কী এমন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এমন ফাইল সেটা? বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের জন্য একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টটি হয়েছে ২২ এপ্রিল। কিন্তু ঘটনাটা ঘটেছে ১৭ মে। এত গুরুত্বপূর্ণ ফাইল সচিবের পিএসের টেবিলে পড়ে আছে? এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। এটা রোজিনাকে ফাঁসানোর ষড়যন্ত্র। রোজিনা ইসলাম নির্দোষ বলে মনে করি।’ যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

সভাপতি আরও বলেন, ‘আমরা তার মুক্তির দাবিতে আন্দোলন চালাচ্ছি, চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেব। তাকে আমরা মুক্ত করবোই।’

বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত তার এই ধরনের কর্মসূচি চলতে থাকবে।

তিনি আরও বলেন, আমরা চাই সচিবালয়ে সাংবাদিকদের একটি সুষ্ঠু কর্মপরিবেশ তৈরি করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের চক্রান্তে আমাদের কোনো সাংবাদিক যাতে না পড়ে। আমাদের কর্মসূচি চলমান থাকবে।

একাত্মতা জানিয়ে মানববন্ধনে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

মানববন্ধনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি সাজেদা পারভীন সাজু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মাসউদুল হক, দফতর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এএম

টপ নিউজ রোজিনা ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর