Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্টানা সিসা বার থেকে আটক ৩ জন রিমান্ডে, কারাগারে ৮

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৭:১০

ঢাকা: গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ সিসা বারে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আট জনকে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। সিসা বারটি তারকা দম্পতি মৌসুমী-ওমর সানির ছেলে ফারদিন এহসান স্বাধীনের মালিকানাধীন বলে জানা গেছে।

বুধবার (১৯ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করেন। তাদের মধ্যে রিজওয়ান, হৃদয় ও নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড এবং বাকিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আট আসামি হলেন— দীন ইসলাম, সৌরভ কস্তা, ওমর ফারুক, মো. মাসুম, ইলিয়াস, জুলহাস, বিজয় ও শিমুল কস্তা।

এর আগে, মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ ও ২-এর মাঝখানে আরএম সেন্টার ভবনে মন্টানা সিসা লাউঞ্জে অভিযান চালায় গুলশান থানা পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। এছাড়া সিসা ও সিসা সেবন করার বিভিন্ন জিনিসপত্রও জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এআই/টিআর

মন্টানা লাউঞ্জ সিসা বার

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর