Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল্ডেন মনির তিন দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২১ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ছাদেক আলী গোল্ডেন মনিরের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির দিন বুধবার (১৯ মে) ধার্য করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর ভার্চুয়াল আদালত রিমান্ডের আদেশ দেন।

এ সময় গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড আদেশ দেন।

বিজ্ঞাপন

গত ১১ মে বিকেলে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে গোল্ডেন মনিরের স্ত্রী রওশন আক্তার ও ছেলে রাফি হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে মনিরের বাড্ডার বনশ্রীর বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ কোটি টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/একে

গোল্ডেন মনির রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর