আসছে বাজেটেও কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকছে: অর্থমন্ত্রী
১৯ মে ২০২১ ১৯:৪৯
ঢাকা: আগামী ২০২১-২২ অর্থবছরে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত করার সুযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যতদিন অপ্রদর্শিত টাকা প্রদর্শিত না হবে, ততদিন সুযোগ রাখা হবে।
বুধবার (১৯ মে) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আগামী অর্থবছরে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে কি? এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এবারও সেটি কন্টিনিউ করব। যতদিন পর্যন্ত অপ্রদর্শিত টাকা প্রদর্শিত না হবে ততেদিন আমরা এটি কন্টিনিউ করব। আমাদের সিস্টেমের কারণেই এখন বায়ার এবং সেলারের কাছে তাদের অপ্রদর্শিত টাকা থাকে, সেজন্য তারা বিপদে পড়ে। আগে ইনকাম ট্যাক্স রেট বেশি ছিল, কেউ দিত না। এখন আমরা পর্যায়ক্রমে ইনকাম ট্যাক্স রেট কমিয়ে আনছি। আমরা আশা করি, অপ্রদর্শিত টাকা আমাদের ইকোনমিক সিস্টেম থেকে বিলীন হয়ে যাবে, থাকবে না।’
করোনা রোগীর জন্য ৪০টি অক্সিজেন জেনারেটর ক্রয়ে দুর্নীতি হয়েছে। কিন্তু এখনও এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি কেন?- এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাত অত্যন্ত জরুরি বিষয়। তাদের দায়িত্ব ছিল এসব চাহিদার বিষয়ে যথাযথ সময়ে ব্যবস্থা নেওয়া। কিন্তু সময় মতো সেটি করা হয়নি।’
করোনা সারাবিশ্বে তাণ্ডবলীলা চালাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ইতো মধ্যে আমাদের কাজের পরিধি বেড়েছে। তাই এখন অন্য সব চিন্তা না করে মানুষের প্রাণ বাঁচাতে হবে।’
পায়রার প্রকল্পের জন্য রিজার্ভ থেকে লোন নেওয়া টাকাটা একেবারে দেওয়া হবে কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আগামী বৈঠকে জানানোর চেষ্টা করব। টাকাটা সরকার দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে। এই টাকা কীভাবে খরচ করা হবে এবং আদায় হবে সে বিষয়টি আমরা দেখছি।’
সারাবাংলা/জিএস/পিটিএম