Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন জসিম উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২১ ১৬:৪৫

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নিয়েছেন জসিম উদ্দিন। বুধবার (১৮ মে) রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন সভাপতির দায়িত্ব নেন তিনি।

এফবিসিসিআই’র নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মীর নাসির হোসেন ও আব্দুল মাতলুব আহমাদ। বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এফবিসিসিআই সংস্কার করা দরকার। সাবেক সভাপতি আনিসুল হকের সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। আশা করছি নতুন সভাপতির নেতৃত্বে সেই প্রত্যাশিত সংস্কার হবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআইকে কার্যকর করার জন্য সংস্কারের উদ্যোগ নেব। উন্নত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য পূরণ ও সারাদেশের ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী ও আমিনুল হক শামিম, সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন সহ নবনির্বাচিত পরিচালকরা।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এফবিসিসিআই এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর