।। আন্তর্জাতিক ডেস্ক ।।
রাশিয়ান গুপ্তচর ও তার মেয়েকে যুক্তরাজ্যের স্যালিসবেরিতে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগে ৬০ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই ঘটনার জের ধরে জার্মানী ও ফ্রান্সও তাদের দেশ থেকে চারজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিস। এ ছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোও একই পথ অনুসরণ করছে।
রাশিয়ান গুপ্তচর সার্গেই স্প্রিগাল ও তার মেয়েকে হত্যার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে গত সপ্তাহে একমত পোষন করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে প্রথম থেকেই রাশিয়া এই হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করছে।
এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সিয়াটল থেকে রাশিয়ান দূতাবাস সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৪ মার্চ যুক্তরাজ্যের স্যালিসবেরিতে রাশিয়ান গুপ্তচর ও তার মেয়েকে নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যা করে।’
‘এই ঘটনা আমাদের মিত্ররাষ্ট্র যুক্তরাজ্যের জন্য হুমকি স্বরুপ। এই ঘটনায় এক পুলিশসহ তিনজন আহত হয়।’ বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
বহিষ্কার হওয়া ৬০ কূটনীতিকের মধ্যে ওয়াশিংটনের রাশিয়ান দূতাবাস থেকে ৪৮ জন ও বাকিদের নিউ ইয়র্কের জাতিসংঘ কার্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
সারাবাংলা/এমআই