রাতে ফুচকা খেতে গিয়ে নিখোঁজ, সকালে খালে মিলল শিশুর মরদেহ
২১ মে ২০২১ ১৭:৩৪
বরিশাল: বরিশাল নগরীতে সবুজ মন্ডল (১০) নামে এক শিশু নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দুপুর দেড়টার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও স্বজনদের দাবি, কেউ তাকে হত্যা করে মরদেহ খালে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে খবর আসে আমানতগঞ্জ খালে এক শিশুর মরদেহ ভাসছে। পরবর্তীতে স্বজনেরা এসে সবুজ মন্ডলের মরদেহ শনাক্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের ৬ নম্বর ওয়ার্ড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ মন্ডল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফুচকা খেতে বের হয়ে যায়। এরপরে সে আর ফিরে আসেনি। স্বজনেরাও অনেক খোঁজাখুঁজি করে তাকে পায় আর পায়নি।
স্বজনদের অভিযোগ, শিশু নিখোঁজের এই ঘটনাটি রাতেই কোতয়ালি মডেল থানায় অবহিত করা হলেও পুলিশ তাকে উদ্ধারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরং বলা হয় ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করতে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, ‘শিশুটির কিভাবে মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
সারাবাংলা/এমও