চট্টগ্রামে নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
২১ মে ২০২১ ২০:১৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাঙ্গু নদী থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিল ওই ছাত্র।
শুক্রবার (২১ মে) সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলার নাপিতের টেক এলাকায় সাঙ্গু নদী থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত মোহাম্মদ ফারহান (১৯) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকার মোহাম্মদ জামাল খানের ছেলে। তিনি নগরীর চান্দগাঁওয়ে হাজেরা-তজু কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘ফারহানসহ তিন বন্ধু সাতকানিয়ায় এক বন্ধুর বাড়িতে বুধবার রাতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তারা নদীতে গোসল করতে যায়। নদীতে তখন ভাটা ছিল। এদেরকে হেঁটে নদী পার হতেও দেখেছেন স্থানীয়রা। নদীতে দাঁড়িয়ে একজন আরেকজনের ছবিও তোলেন। কিন্তু গভীরতা বুঝতে না পারায় এক জায়গায় গিয়ে তলিয়ে যায় ফারহান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে আজ (শুক্রবার) সকালে লাশ ভেসে ওঠে।’
ফারহানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।
সারাবাংলা/আরডি/এমও