Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নেতা জিহাদকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২১ ১৭:১৮

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির প্রতিবেদক জিহাদুর রহমান জিহাদকে রাজধানীর কাকরাইলে ধাক্কা দেওয়া কাভার্ডভ্যান চালক মো. হাসানকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২২ মে) মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হন ওই সাংবাদিক নেতা।

জানা গেছে, জিহাদ সকালে বাসা থেকে সেগুনবাগিচায় যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তায় ছিটকে পড়েন জিহাদ। বুক ও মুখমণ্ডলে আঘাত পান তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

কাভার্ডভ্যান চালক জিহাদ ধাক্কা রিমান্ড সাংবাদিক নেতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর