Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: সদর উপজেলার পীরগঞ্জে সাপের কামড়ে জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম ।

শনিবার (২২ মে) দুপরে পীরগঞ্জ ইউনিয়নের ভেমটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জাহেদা বেগম ওই গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, গৃহবধূ জাহেদা বেগম শনিবার দুপরে রান্নাঘরে লাকড়ি আনতে যায়। এসময় লাকড়ির আড়ালে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপালে রেফার্ড করেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরীফ মোহাম্মদ উসমান বলেন রোগীর অবস্থার অবনতি ঘটলে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/একেএম

গৃহবধূর মৃত্যু সাপের কামড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর