Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩৭ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৪:১০

বরগুনা: সাগরে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিনটি মাছ ধরা ট্রলারসহ ৩৭ জন জেলেকে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।

এই অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করে। রোববার ভোর পাঁচটার দিকে পাথরঘাটা পৌরসভার ভারানি খাল থেকে ট্রলার তিনটি আটক করা হয়। ট্রলারগুলো এবং জব্দকৃত মাছ পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করেছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

সকাল আটটার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাট এলাকায় জেলে, ট্রলার ও মাছগুলো নিয়ে আসা হয়। এ রিপোর্ট তৈরিকালে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছিল।

সারাবাংলা/এএম

জেলে মাছ ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর