Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের সামনে প্রকাশ্যে বাবাকে খুন: ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৭:১৮

ঢাকা: পল্লবীতে ৬ বছরের ছেলের সামনে বাবা ব্যবসায়ী সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগের মামলায় তিন আসামির চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন। আসামিরা হলেন, শরীফ, টিটু এবং ইকবাল।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের চারদিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলাটিতে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালসহ কয়েকজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

ছেলের সামনে প্রকাশ্যে বাবাকে খুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর