Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজিনা ইসলামের মোবাইল ফরেনসিক পরীক্ষার অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২১ ১৮:২৪

রোজিনা ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ

ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ হওয়া দুটি মোবাইল ফোন পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত।

রোববার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ রোজিনা ইসলামের ফোনের ফরেনসিক পরীক্ষার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

এর আগে একই এদিন সকালে একই আদালত শর্তসাপেক্ষে রোজিনা ইসলামকে জামিনের আদেশ দেন। পরে বিকেল সোয়া চারটার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

সারাবাংলা/এআই/পিটিএম

ফরেনসিক ল্যাব মোবাইল রোজিনা ইসলাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর