Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘বজ্রপাতে’ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১০:২৯ | আপডেট: ২৪ মে ২০২১ ১৫:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলার আনোয়ারায় ধানক্ষেতের মাঝের সড়ক থেকে দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ মে) ভোররাত ৪টার দিকে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত দুইজন হলেন, বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের মো. ইলিয়াছ (৪০) ও মো. আবুল কাশেম (৩৮)।

বটতলী ইউনিয়নের ৯ নম্বর পশ্চিম বরৈয়া ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রহিম সারাবাংলাকে জানান, নিহত দুজন পেশায় নির্মাণ শ্রমিক। তারা রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের গোদারপাড়া সেতুর কাছে একটি দোকানে বসে তাদের চা খেতে দেখেন স্থানীয়রা। এরপর তারা বিস্তীর্ণ ধানক্ষেতের মাঝ দিয়ে তৈরি কাঁচা সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার পর থেকে পরিবারের সদস্যরা তাদের মোবাইল বন্ধ পান।

বিজ্ঞাপন

‘রাস্তাটা দিয়ে গাড়ি, এমনকি সাইকেলও চলে না। শুধু লোকজন সেটা ব্যবহার করে জমিতে যায়। পরিবারের সদস্যরা মোবাইল বন্ধ পেয়ে খোঁজাখুজি শুরু করে। ভোররাতের দিকে ওই রাস্তায় গিয়ে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের লাশ রাস্তায়, আরেকজনের লাশ জমির সামান্য উপরে রাস্তার ধারে পড়ে আছে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।’

বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে জানিয়ে ইউপি সদস্য রহিম বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম, সাপের কামড়ে মারা গেছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, আবুল কাশেমের শরীরের একপাশ পুড়ে গেছে। পুরো শরীর কালো হয়ে গেছে। অপরজনের মুখও জ্বলে গেছে। তারা যখন বাড়ি ফিরছিল, তখন ঝড়বৃষ্টি ছিল। এজন্য আমরা বজ্রপাতে তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার সারাবাংলাকে বলেন, দুজন রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফেরার পথে তুমুল বৃষ্টির মধ্যে পড়েছিল। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করেছি।

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম বজ্রপাতে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর