কোভিড-১৯: ভারতে ৩ লাখ মৃত্যু
২৪ মে ২০২১ ১১:০২
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে কোভিডজনিত মোট মৃত্যু তিন লাখ ছাড়িয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে এক লাখেরও বেশি মানুষের করোনায় মৃত্যু হলো। খবর বিবিসি।
সোমবার (২৪ মে) সকালে ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো জানাচ্ছে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন। একই সময়ে দেশটিতে তিন লাখ তিন হাজার ৭৫১ জনের করোনায় মৃত্যু হয়েছে।
যদিও সংশ্লিশটরা বলছেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি।
এদিকে, করোনায় মৃতের মোট সংখ্যায় বিশ্বে তৃতীয়স্থানে থাকা ভারতের সামনে আছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল এবং যুক্তরাষ্ট্র।
দুই কোটি ৬০ লাখ করোনা আক্রান্ত নিয়ে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। আক্রান্তের সংখ্যায় দেশটির চেয়ে এগিয়ে আছে কেবল যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, করোনা সংক্রমণের ঢেউ শুরু হওয়ার পর আক্রান্তের সংখ্যা কয়েকশ গুণ বেড়ে গেছে, ফলে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। জরুরি চিকিৎসায় ব্যবহৃত ওষুধ এবং অক্সিজেনের সংকট দেখা দিয়েছে।
পাশাপাশি, মৃতদেহ সৎকারের স্থান সংকুলান না হওয়ায় রাস্তায়, খোলা মাঠে, নদীর তীরে সৎকার করা হচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি, বার্তাসংস্থা রয়টার্স গঙ্গার তীর থেকে গণ-সৎকারের কিছু ছবি প্রকাশ করেছে।
সারাবাংলা/একেএম