Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পায়রা বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

লোকাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২১ ১৩:৩৪

কুয়াকাটা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও ঘূনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিয়ে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপটি সোমবার (২৪ মে) সকাল ৯টা পর্যন্ত পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তাই পায়রা বন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান।

এদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। রোববার থেকেই উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে আবাহাওয়া অফিস।

নিরাপদে আশ্রয়ের খোঁজে মৎসবন্দর মহিপুরের শিববড়িয়া নদীতে হাজারো ট্রলার আশ্রয় নিয়েছে। পাশাপাশি, জেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সোমবার সকালে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর