Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাস খোলার দাবিতে ইবিতে মানবন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডন্টে
২৪ মে ২০২১ ১৮:০৯

ইবি: অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে মানবন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস খুলে দাও’, ‘এক দফা এক দাবি, ক্যাম্পাস খোলা চাই’, ‘শিক্ষকরা ভিতরে, আমরা কেন বাহিরে?’ নানা স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের শাহাদাত হোসেন রাজীমের সঞ্চালনায় মুস্তাফিজ রহমান, নাজমুল মোল্লা, শ্যামলী তানজিন অনু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা, দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম স্বাভাবিককরণ, স্বশরীরে পরীক্ষা গ্রহণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত সময়ের মধ্যে গ্রহণ করার আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আশ্বাসই দিয়ে যাচ্ছে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। অনলাইন ক্লাসে অনেক শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারেনি। অনলাইনে পরীক্ষা নিলে অনেক শিক্ষার্থী ইন্টারনেটের মন্থর গতিসহ নানা কারণে বিপাকে পড়বে।

উল্লেখ্য, পূর্বের ঘোষণা অনুযায়ী সোমবার (২৪ মে) থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ফের আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

সারাবাংলা/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর