Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াসের প্রভাবে বরিশালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৬:২৬

বরিশাল: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে এই জেলার আকাশ মেঘলা থাকলেও বেলা ১২টা ২০ মিনিটে ঝড়োহাওয়া শুরু হয়। একইসঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বর্তমানে এটি বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে পায়রার সবচেয়ে কাছে রয়েছে। পায়রা সমুদ্রবন্দর থেকে এটি বর্তমানে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

বিজ্ঞাপন

ফলে পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি এবং অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সারাবাংলা/এনএস

ঘূর্ণিঝড় ইয়াস ঝড়ো হাওয়া বরিশাল বৃষ্টিপাত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর