কাভার্ড ভ্যান-ট্রাকে আসছে ইয়াবা, পৌনে ২ লাখসহ গ্রেফতার ৭
২৫ মে ২০২১ ২০:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে এক লাখ ৬৮ হাজার পিস ইয়াবাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। কাভার্ড ভ্যান ও ট্রাকে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাসে পৃথকভাবে কাভার্ড ভ্যান ও ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ এবং সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে পটিয়া বাইপাসে বাস স্টেশন সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন— নজরুল ইসলাম (৪০), আবুল হাসান (১৯), মো. মঞ্জু (৪৫), সোহাগ খান (৩২), খাইরুল আলম সুজন (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান সারাবাংলাকে জানান, কাভার্ড ভ্যানটি ভাঙারি মালামাল নিয়ে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। মালামালের সঙ্গে বিশেষ কৌশলে দুইটি স্কুল ব্যাগে ভরে ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
এর আগে, সোমবার রাতে পটিয়া বাস টার্মিনালের সামনে বাইপাস এলাকায় চেকপোস্টে একটি লবণবোঝাই ট্রাকে তল্লাশি করা হয়। সেখান থেকে ৪৮ হাজার ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন— মাসুম মিয়া (৪০) ও আলম হোসেন (৩০)।
পুলিশ কর্মকর্তা তারিক রহমান সারাবাংলাকে বলেন, ‘লবণবোঝাই ট্রাকটি কক্সবাজারের উখিয়া থেকে গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিল। ট্রাকের কেবিনে সিলিংয়ের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবাগুলো নেওয়া হয়েছিল। ইয়াবা জব্দ ও দু’জনকে গ্রেফতারের পর পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।’
সারাবাংলা/আরডি/টিআর