Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিঘাতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২১ ১০:২৮

প্রবল গতিতে ধেয়ে আসছে ইয়াস। বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছে প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়। দিঘায় গার্ডওয়াল টপকে ঢুকছে জলোচ্ছ্বাসের পানি। প্লাবিত হয়েছে মন্দারমণি ও তাজপুর।

আলীপুর আবহাওয়া অফিসের সকাল সাড়ে আটটার (স্থানীয় সময়) বুলেটিন অনুযায়ী, দিঘা থেকে ৭০ কিমি দূরে ছিল ঘূর্ণিঝড়। ওড়িশার ধামড়া থেকে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।

আঘাত হানার সময় ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬২ কিলোমিটার। সব থেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। দিঘায় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এএম

ইয়াস ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ইয়াস


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর