Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইল ভ্রমণ করলে আইনের মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১৩:৪৩

ঢাকা: সরকারের অনুমতি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ইসরাইলে গেলে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পাসপোর্ট থেকে ইসরাইল প্রসঙ্গটি বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে দেশটির জন্য জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমন মন্তব্য করেন। বুধবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ অনুষ্ঠান হয়।

এ সময় আব্দুল মোমেন বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে। আমরা ইসরাইলকে দেশ হিসেবে মানি না। যতদিন না আমরা ইসরাইলকে স্বীকৃতি দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশি নাগরিক দেশটিতে যেতে পারবে না। এমন অবস্থায় কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।’

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের উপস্থিতিতে বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার কারণ বাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কয়েকমাস আগে আমাদের পাসপোর্ট বৈশ্বিক মান অনুযায়ী করেছি। আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হইনি। যতদিন পর্যন্ত না সত্যিকারভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ততদিন পর্যন্ত আমরা ইসরাইলকে স্বীকারই করি না।’

বাংলাদেশ ফিলিস্তিনের পাশেই আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমরা বিশ্বাস করি ফিলিস্তিন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে। ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান দৃঢ়, তাদের ব্যাপারে আমরা আমাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন করিনি। কিন্তু দুর্ভাগ্যবশত পাসপোর্ট পরিবর্তন নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। ১৯৭২ সাল থেকেই আমরা ফিলিস্তিনের পাশে আছি।’

সারাবাংলা/জেআইএল/এনএস

আইনের মুখোমুখি ইসরাইল ভ্রমণ টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর