Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছায়নি

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১৫:২০

মঠবাড়িয়া (পিরোজপুর): উপকূলীয় জেলা পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বড়মাছুয়া, কচুবাড়িয়া ও খেতাচিরা এলাকার বেশ কিছু জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও, উপজেলার বলেশ্বর নদের মধ্যবর্তী মাঝের চর এবং তীরবর্তী খেতাচিরা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খেতাচিরার প্লাবিত এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা, জানিয়েছেন স্থানীয়রা।

তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানিয়েছেন, উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার মাঝেরচর ও খেতাচিরার প্লাবিত এলাকায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ব্যাপারে পিরোজপুর জেলার পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মোহাম্মাদ মেহেদী হাসান জানান, তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কার করা হবে।

সারাবাংলা/একেএম

ইয়াস ত্রাণ সহায়তা প্লাবিত অঞ্চল বেড়িবাঁধ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর