ইয়াসের প্রভাবে উপকূলীয় ১৪ জেলা প্লাবিত: ত্রাণ প্রতিমন্ত্রী
২৬ মে ২০২১ ১৭:০৫
ঢাকা: বাংলাদেশে ঘুর্ণিঝড় ইয়াসের আঘাত হানার আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ইয়াসের যতটুকু প্রভাব দেখা গেছে তাতে দেশের উপকূলীয় ১৪ জেলা প্লাবিত হয়েছে।
বুধবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. এনামুর রহমান বলেন, ‘আজ (২৬ মে) সকাল সোয়া নয়টার দিকে আমাদের পশ্চিমে ভারতের উড়িষ্যার উত্তরে আঘাত হেনেছে ঘুর্ণিঝড় ইয়াস। এটি এখনও অতিক্রম করছে। আমরা আশা করি, বিকালে উড়িষ্যা অতিক্রম করবে।’
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়টি উড়িষ্যার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এটি মুভমেন্ট করলেও উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে করবে। সেক্ষেত্রে বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। যতটুকু প্রভাব দেখা গেছে তাতে দেশের ১৪ উপকূলীয় জেলা প্লাবিত হয়েছে। ঘুর্ণিঝড় মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি হিসেবে আমরা গত কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছি।’
সারাবাংলা/জেআর/পিটিএম