Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ জ্বালানি খাতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১৯:৪৯

ঢাকা: আসছে অর্থ বছরের বাজেটে বিদ্যুতের বিতরণ ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বালানি খাতে দেশীয় উৎস থেকে গ্যাস আহরণের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে  ৩৩ হাজার ৫৬৭  কোটি ১৪ লাখ টাকা প্রস্তাব করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে ৩০ হাজার ৭০৬  কোটি ৩৫ লাখ টাকা এবং জ্বালানি খাতে ২ হাজার ৮৬০ কোটি, ৭৯ টাকা বরাদ্দের প্রস্তাব থাকবে। এই দুই খাতে মোট প্রকল্প নেওয়া হয়েছে ১০৩টি। এরমধ্যে বিদ্যুৎ বিভাগে ৭৫টি। আর জ্বালানি বিভাগে ২৮টি প্রকল্প।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাজেট সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, এবার বিদ্যুতের বিতরণ ও সঞ্চালনের উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে বাজেটে।

তিনি বলেন, গত ২০০৯-১০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল ২ হাজার ৬৪৪ কোটি ২৬ লাখ টাকা। তা গেল অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৬৮ কোটি ২২ লাখ টাকা। আসছে অর্থবছরে ২০২১-২২ এ বিদ্যুৎ বিভাগ ২৬ হাজার ১১৮ কোটি ৭৬ লাখ টাকা পেতে পারে।

সূত্র মতে, বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা প্রায় ২২ হাজার মেগাওয়াট। মহামারি করোনাভাইরাসের মধ্যেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তা ছাড়া মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে নানাভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। তাই এই বিশাল কর্মযজ্ঞের ব্যবস্থাপনা, বিতরণ ও সঞ্চালনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আসছে বছরের বাজেটে যে কয়টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে বিদ্যুৎ, জ্বালানি খাত অন্যতম।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ খাতে ৩০৭০৬.৩৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে। এরমধ্যে অর্থ বিভাগ থেকে ২৬১১৮.৭৬ কোটি টাকা পাওয়া যাবে বলে জানা গেছে। বিদ্যুতের আধুনিক সঞ্চালন ব্যবস্থা গড়ে তুলতে আসছে বাজেটে নতুন পুরনো মিলিয়ে ৭৫ টি প্রকল্পের প্রস্তাব করা হচ্ছে। এরমধ্যে বিনিয়োগের মাধ্যমে ৬৬ টি প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে, কারিগরি ৭টি এবং নিজস্ব অর্থায়নে ২টি।

সূত্র অনুযায়ী, দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রতিটির জন্য গত বছরের মতো এবারও আলাদা প্রকল্পে বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের- পিডিবি জন্য বিভিন্ন জোনে প্রিপেইড মিটার স্থাপন, ঢাকার বাইরের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও পাবর্ত্য অঞ্চলের জন্য বরাদ্দ প্রস্তাব থাকছে। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবি। সংস্থাটি বর্তমানে সারাদেশে বিদ্যুৎ বিতরনের পাশাপাশি নতুন সংযোগ দেওয়ার কাজ করছে। আরইবির জন্যও আলাদা বরাদ্দ থাকবে। অন্যদিকে ঢাকার দুই কোম্পানি পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো প্রিপেইড মিটার, ভূগর্ভস্থ লাইন নির্মাণ পাশাপাশি বিতরণ ব্যবস্থার জন্য আলাদা বরাদ্দ প্রস্তাব থাকবে বলে জানা গেছে। এ ছাড়া ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং নর্দান ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানিও গত বছরের মতো এবারও আলাদা বরাদ্দ পাবে বলে জানা গেছে।

এদিকে আসছে অর্থবছরের বাজেটে জ্বালানি খাতে ২ হাজার ৮৬০ কোটি টাকা দেবে অর্থ বিভাগ। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) থেকে ১৫৩ কোটি টাকা এবং নিজস্ব খাত থেকে খরচ করা হবে ৬৭৯ কোটি টাকা। জ্বালানি খাতে প্রকল্প প্রস্তাবের সংখ্যা ২৮টি। জ্বালানি উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং জিএসবি থেকে এই প্রকল্পগুলোর প্রস্তাব করা হয়েছে।

দেশে গ্যাসের উৎপাদন প্রায় দৈনিক দুই হাজার ৫২২ মিলিয়ন ঘনফুট। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে ২০২১ সালের মধ্যে বাপেক্স ১০৮ টি কূপ খনন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে আবাসিক গ্রাহকদের মাঝে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। গ্যাসের অপচয় রোধে সঞ্চালন লাইনের লিকেজ মেরামত অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিতরণ গ্যাস লাইন থেকে আবাসিকে অবৈধ সংযোগ নেওয়া হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবৈধ সংযোগের কারণে সরকার বিপুল সংখ্যক রাজস্ব হারাচ্ছে। তাই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। বাজেটে এ বিষয়ও গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

এদিকে এবারও দেশীয় উৎস থেকে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা না মেটাতে পারায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি আমদানি অব্যাহত থাকছে। এ খাতে দুই হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, চলমান মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে  শতভাগ বিদ্যুতায়ন এবং জ্বালানির উন্নয়নে বাজেটে এই খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৬ লাখ ৫ হাজার কোটি টাকা। যা চলতি ২০২০-২১ অর্থবছরের চেয়ে ৩৭ হাজার কোটি টাকা বেশি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, চলমান করোনাভাইরাসের কারণে বাজেটের আকার কিছুটা বাড়ছে। আগামী ৩ জুন জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন বলে কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/একে

নতুন অর্থবছরের বাজেট নতুন বাজেট বাজেট ২০২১-২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর