Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১২:২৮

নোয়াখালী: দ্বীপ উপজেলা হাতিয়ায় সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি নেমে যাওয়ার সময় বেড়িবাঁধে আশ্রয় নেওয়া সাত বছর বয়সী শিশু লিমা আক্তার স্রোতের তোড়ে ভেসে যায়।

নিখোঁজ লিমা আক্তার উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের মো. জগলুল এর মেয়ে। বুধবার এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৯ টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জগলুল এর বাড়ির আশপাশ জোয়ারের পানিতে তলিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন বেড়িবাঁধ এ আশ্রয় নেয়। পরে, ভাটার সময় পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানির তোড়ে ভেসে যায়।

তিনি আরও বলেন, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও লাভ হয়নি। শিশুটির খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চলের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

সারাবাংলা/একেএম

জোয়ারের পানি শিশু নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর