Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৫:২৭

প্রতীকী ছবি

বরিশাল: হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম হাওলাদার এবং তার ছেলে মুকতার হাওলাদারের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে কাশেমের আরেক ছেলে মনির হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মে) এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য সকালে বাড়ির পাশে মাঠে নিয়ে যান কাশেম ও মনির। ছাগলটি তাদের কাছ থেকে ছুটে পাশের একটি ইট ভাটার কাছাকাছি চলে যায়। সেখান থেকে ছাগল নিয়ে আসতে গেলে অসাবধানতাবশত কাশেমের হাত বিদ্যুতের তার স্পর্শ করে। তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে মুকতারও বিদ্যুতায়িত হয়। তাদের দুইজনকে উদ্ধারে গিয়ে আহত হন মনির।

পরে, স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাশেম ও মুকতারকে মৃত ঘোষণা করেন। মনির এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ওই তার দিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ নেয় ইটভাটা কর্তৃপক্ষ।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/একেএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর