Sunday 17 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী ফের ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৬:৩৫

ঢাকা: রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আবারও তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালত এ রিমান্ডের আদেশ দেন।

এসময় রফিকুল ইসলাম মাদানীকে আদালতে হাজির করা হয়নি। তাকে কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। এরপর পল্টন থানার মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গেছে।

এর আগে, মতিঝিল থানার দুই মামলায় তার ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই মামলায় রিমান্ড শেষে গত ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর পল্টন থানার নাশকতার এ মামলায় তাকে এ রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর