Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১২৯২

সারাবাংলা ডেস্ক
২৭ মে ২০২১ ১৬:৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত ১ হাজার ২৯২ জন শনাক্ত হয়েছেন। আর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন সংক্রমিত ব্যক্তির একজন কম।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ পেরিয়ে গেল ৭ লাখ ৯৪ হাজার। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১২ হাজার ৪৮০ জন।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সেই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৯৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে এই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭১০টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯১৫টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৮ লাখ ৮৭ হাজার ২৬৮টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে এক হাজার ২৯২টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯২ দশমিক ৪৭ শতাংশ।

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ২২ জন। তাদের সবাই মারা গেছেন হাসপাতালে। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন ও বেসরকারি হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১২ হাজার ৪৮০ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মৃত এই ২২ জনের মধ্যে ১৪ জন পুরুষ, ৮ জন নারী। এদের মধ্যে ১১ জন ষাটোর্ধ্ব, ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এছাড়া ২১ থেকে ৩০ ও ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন করে মারা গেছেন।

মৃত ২২ জনের মধ্যে ৫ জন করে মারা গেছেন ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে। তিন জন মারা গেছেন সিলেট বিভাগে। দুই জন করে মারা গেছেন বরিশাল ও ময়মনসিংহ বিভাগে।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর