‘এটলীর সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামে শ্রমিক লীগের বিকাশ’
২৮ মে ২০২১ ০০:১৯
চট্টগ্রাম ব্যুরো : জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, ‘এটলীর সুযোগ্য নেতৃত্বের কারণে চট্টগ্রামে শ্রমিক লীগের সাংগঠনিক শক্তির বিকাশ হয়েছে।’
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। এর আগে এটলীর কবরে শ্রমিক লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সভায় বাবুল বলেন, ‘ঘাট শ্রমিক ও লবণ শ্রমিকদের নিয়ে চট্টগ্রামে শ্রমিক লীগের সাংগঠনিক শক্তির বিকাশ। এটা সম্ভব হয়েছিল এটলীর সুযোগ্য নেতৃত্বের কারণে। আশা করি, উত্তরাধিকাররা এটলীর স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন তাদের সাংগঠনিক দক্ষতায়। ২০০৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ঘাট-গুদামের দু’জন শ্রমিক নিহত হয়েছিলেন। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার এটলীর বিরুদ্ধে সাতটি মিথ্যা মামলা দিয়েছিলেন। তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল। নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরীর বিজয়ের পরে তিনি মুক্তি পেয়েছিলেন। এরপরও তাকে হয়রানি করেছিল সরকার। মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য কর্মী ছিলেন এটলী। তাদের নীতি-আদর্শকে সামনে রেখে চট্টগ্রামে শ্রমিক রাজনীতিকে এগিয়ে নিতে হবে।’
শ্রমিক নেতা গাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম, লবণ শ্রমিক লীগের আব্দুল মতিন মাষ্টার, আবুল বশর মাষ্টার, অগ্রণী ব্যাংক কর্মচারী সিবিএর রকিবুল হাসান গাজী, যমুনা অয়েলের আব্দুল্লাহ ছগির, জনতা ব্যাংক কর্মচারি সমিতির কুতুব উদ্দীন, জিপিও’র সাইফুল ইসলাম।
সারাবাংলা/আরডি/একে