চট্টগ্রাম ব্যুরো: বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী। পুলিশ দুই বখাটে ও তাদের সহযোগীসহ তিন জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার তিন জন হলেন— ধর্ষণে অভিযুক্ত সাইফুর রহমান সুমন (২৮) ও মেহেদী হাসান জনি (৩২) এবং তাদের সহায়তাকারী মো. আলম (২৫)।
স্থানীয়রা জানিয়েছেন, তিন জনই বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির। সরকারি দলের কর্মী পরিচয়ে এলাকায় গ্যাং কালচার তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত।
ঘটনার শিকার তরুণীর অভিযোগের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তরুণী কর্মস্থল থেকে বেরিয়ে শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের সামনে বন্ধুর সঙ্গে দেখা করতে যান। তারা কথা বলার সময় সুমন ও জনি সেখানে আসেন। তরুণী ও তার বন্ধুকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে জিম্মি করে ফেলেন। যুবককে মারধর করে সেখান থেকে সরে যেতে বাধ্য করেন। আকস্মিক ঘটনায় ওই তরুণী আতঙ্কিত হয়ে কিছু দূর হেঁটে সরকারি কোয়ার্টারের ২ নম্বর ভবনের সামনে গিয়ে দাঁড়ান।
‘তখন সুমন ও জনি তাকে একটি পরিত্যক্ত ভবনে সিঁড়ির পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। আর পুরো ঘটনার সময় তাদের নিরাপত্তায় পাহারা দিচ্ছিল আলম। ঘটনার পর সুমন ও জনি গিয়ে আবার তরুণীর বন্ধুকে ধরে আনে। তাদের পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইলে ছবি তুলে আবারও মারধর করে ছেড়ে দেয়,’— বলেন ওসি কামরুজ্জামান।
ওসি আরও জানান, ছাড়া পেয়ে দু’জন থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শেরশাহ এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে। তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হয়। তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন।