কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
২৮ মে ২০২১ ১৮:১৬
কুড়িগ্রাম: জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামের দু’জনের মৃত্যু হয়েছে। নিহত দু’জন সম্পর্কে মামা-ভাগ্নে।
শুক্রবার (২৮ মে) দুপুরে নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, দুপুরে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎতিক মেরামতের কাজ করতে ছিলেন তারা। হঠাৎ বিদ্যুৎ এলে তিনজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহত তৈয়ব আলীর স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম জানান, দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের হাসপাতালে আসার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উলিপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/কেআইএফ/এমও