ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
২৮ মে ২০২১ ২১:১৪
ঠাকুরগাঁও: জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দাদা-নাতিসহ সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৮ মে) বিকালে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৭ মে পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিক ও সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দাদা-নাতিসহ সাতজনের করোনা শনাক্ত হয়েছে। পূর্বের আক্রান্তদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় একজন, বালিয়াডাঙ্গী উপজেলায় দাদা-নাতিসহ চারজন এবং রানীশংকৈল উপজেলায় দুইজন রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, জেলায় এখন পর্যন্ত এক হাজার ৬৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৬৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।
সারাবাংলা/এনএস