Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বরাদ্দে গুরুত্ব দেওয়ার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৫:৫০

ঢাকা: আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান সংগঠনের নেতারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় সংহতি বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি মো. তৌহিদ রহমানসহ অনেকে।

বিজ্ঞাপন

ছাত্র মৈত্রীর সভাপতি বলেন, ‘শিক্ষাখাতে রাষ্ট্রীয়ভাবে সরকারের বিনিয়োগ করার কথা। কিন্তু আমরা প্রতি অর্থবছরে এই খাতে বরাদ্দের ব্যাপারে উদাসীনতা দেখতে পাই। অতীতে বিভিন্ন সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তিকে জুড়ে দিয়ে অতি চাতুরতার এই খাতে বেশি বরাদ্দ দেখিয়ে আসছে। বিগত দশ বছরে সরকার এইখাতে ১৫ শতাংশ বরাদ্দ অতিক্রম করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসুরক্ষার বিষয়টিকে বিবেচনায় রেখেই অনতিবিলম্বে শিক্ষার চলমান অচলাবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও শিক্ষাব্যবস্থাকে গতিশীল করতে এই শিক্ষাখাতেই ন্যুনতম ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও বাজেটে বরাদ্দ ও প্রণোদনা রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

সংহতি বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন, ‘দেশের এই ক্রান্তিকালেও সরকার বাজেট পেশ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু সেই বাজেট দিয়ে যদি দেশের মানুষ উপকৃত না হয়, যদি পুঁজিপতিদের একচেটিয়া স্বার্থ উদ্ধার হয় তবে সেই বাজেট কোনো কাজে আসবে না। সরকারের উচিত পরিচালন ব্যয়ের সমধিক বরাদ্দ শিক্ষার উন্নয়ন খাতের জন্য রাখা। অন্যথায় শিক্ষা ব্যবস্থায় চলমান সংকটের অবসান হবে বলে মনে করি না।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি শাফিউর রহমান সজীব, সহ-সভাপতি তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক তানভীন আহমেদসহ বিভিন্ন শাখা কমিটির নেতারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

কর্মসংস্থান সৃষ্টি বাজেট যুব মৈত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর