Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরবি পড়তে গিয়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, ইমাম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৭:৫৬

নওগাঁ: জেলার বদলগাছী উপজেলায় ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম আবু হাসানকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে আরবি পড়াতেন ওই ইমাম।

শনিবার (২৯ মে) সকাল ৭টায় মিঠাপুর ইউনিয়নে একটি গ্রামে এমন ঘটনা ঘটে। আবু হাসান স্থানীয় মসজিদের ইমাম এবং উত্তর পাকুড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, উপজেলার মিঠাপুর ইউনিয়নের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে নিয়মিত ইমাম আবু হাসানের বাসায় আরবি পড়তে যায়। তেমনি আজ (শনিবার) সকাল ৭টায় শিশুটিকে একা পেয়ে আবু হাসান মুখে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আবু হাসানকে ধরে ফেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবু হাসানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে মামলার আসামি আবু হাসানকে আটক করা হয়েছে। তাকে আজ (শনিবার) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সারাবাংলা/এনএস

আরবি পড়া ইমাম আটক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর