মেয়েকে হত্যা, সৎমায়ের দোষ স্বীকার
২৯ মে ২০২১ ১৮:০৭
ঢাকা: রাজধানীর মিরপুরে মেয়ে সোহানা আক্তারকে (৯) হত্যার অভিযোগের মামলায় সৎমা শাহিনুর বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার (২৯ মে) মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আতাউল মাহমুদ আসামিকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমান তার জবানবন্দি রেকর্ড করেন।
অভিযোগ থেকে জানা যায়, গত ৪ বছর আগে সোহানার মা কুলসুমের সঙ্গে বিচ্ছেদ হয় সোহেলের। এরপরে শাহিনুরকে বিয়ে করেন রিকশাচালক সোহেল। সোহানাকে আদর্শনগরের বাসায় নিয়ে আসেন তার বাবা। সোহানাকে দিয়ে সব ধরনের গৃহস্থালি কাজ করাতেন সৎমা শাহিনুর।
গত শুক্রবার সকালে সামান্য অপরাধে সোহানার মাথায় আঘাত করেন পারভীন। সোহানা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সোহানার নানা মো. ইয়াছির পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
সারাবাংলা/এআই/এনএস