Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নতুন চেয়ারম্যান শেখ কবির হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ০০:৩১

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সভায় সমিতির সংঘস্মারক অনুযায়ী ২০২১-২০২৩ মেয়াদের কার্যনিবাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন।

নির্বাচনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিককে ভাইস-চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদকে সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের ড. আনিস আহমেদকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।

কার্যনিবাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন— পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ কে এম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম বাবু, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মোজাফফর উদ্দিন সিদ্দিক, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির এ কে এম নুরুল ফজল বুলবুল, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।

বিজ্ঞাপন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন ২০২১ সালের এই নির্বাচন পরিচালনা করেন।

সারাবাংলা/টিএস/টিআর

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি শেখ কবির হোসেন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর