ভারতে ৬ সপ্তাহের সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত
৩০ মে ২০২১ ১২:০০
ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই কমে আসছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। যা ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে করোনায় আক্রান হয়য়ে মারা গেছেন তিন হাজার ৪৬০ জন।
রোববার (৩০ মে) এ তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ৯৭২ জনের — এমনটাই জানানো হয়েছে সরকারি পরিসংখ্যানে। যদিও, সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত মৃতের সংখ্যা এরচেয়ে অনেক বেশি।
এদিকে, ভারতে করোনা সংক্রমণের হার তিন দিন ধরে আট দশমিক ১৩ শতাংশই রয়েছে। ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমে আট দশমিক দুই শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৭৬ হাজার ৩০৯ জন। ভারতে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ২৫ শতাংশ।
এছাড়াও, ভারতে মোট ভ্যাকসিন নিয়েছেন ২১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৬১৪ জন।
সারাবাংলা/একেএম