‘দাম বেড়ে চললেও সরকার নির্বিকার, যেন কিছুই করার নেই’
৩০ মে ২০২১ ১৭:২৫
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। কিন্তু সরকার নির্বিকার যেন কিছুই করার নেই।
রোববার (৩০ মে) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যানর এসব কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বিশ্ব বাজারে দাম বেড়েছে, এই অজুহাতে প্রতি লিটার সয়াবিন তেলে ১২টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এছাড়া চাল, ডালসহ খাদ্যপণ্যের দামও বেড়েছে। অথচ করোনাকালে কাজ হারিয়ে বেকার হয়েছে লাখ লাখ মানুষ। আয় কমেছে কয়েক কোটি মানুষের।’
মাঝে মাঝে টিসিবির মাধ্যমে গরিব মানুষের জন্য কিছু খাদ্যপণ্য বিক্রি করা হয়, তা চাহিদার তুলনায় অপ্রতুল উল্লেখ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বর্তমান প্রেক্ষিতে টিসিরির পক্ষে কোনো পণ্যই চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
পরিকল্পিতভাবে চাহিদা অনুযায়ী পণ্যের সহজলভ্যতা ও সরবরাহ নিশ্চিত করে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। বিবৃতিতে তিনি বলেন, ‘তদারকি ও ব্যবস্থা গ্রহণ ছাড়া শুধুমাত্র টিসিবির উপর নির্ভরশীল হয়ে বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তার মাধ্যমে জেল, জরিমানা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কখনই সম্ভব নয়।’
সারাবাংলা/এএইচএইচ/এমও