দাম নির্ধারণ হয়নি স্পুটনিক ভি’র, তথ্য নেই কোভিশিল্ডের
৩০ মে ২০২১ ১৯:৪২
ঢাকা: এখনও রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি’র কোনো দাম নির্ধারণ হয়নি। তবে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে ভ্যাকসিন কেনার প্রস্তাব রাশিয়ায় পাঠানো হতে পারে। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ডের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।
রোববার (৩০ মে) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভা শেষে এসব কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রাশিয়া থেকে ভ্যাকসিন কেনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক খুরশীদ জানান, ‘আমরা ইতোমধ্যে চিঠি লিখেছি। তারা আমাদের বিষয়টি জানিয়েছেন, কিছু তথ্য তারা দিয়েছেন। আমরা তাদের দেওয়া সেসব তথ্য পর্যালোচনা করছি। এরপরই এর জবাব দেবো। তারপরে সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি।’ এই দাম ঠিক করে জবাব পাঠানো হবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
অক্সফোর্ড-অ্যাস্ট্র্যাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড কবে আসতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক খুরশীদ বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেবে।’
সীমান্তের পাঁচটি জেলার বিষয়ে অধিদফতরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘একটি মিটিং হয়েছে। গত সাত দিনের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছিলাম। উনারা বলেছেন, জানানো হবে।’
সীমান্তবর্তী জেলায় কী স্থানীয় পর্যায়ে লকডাউন জারি করা হবে?— এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘সম্ভবত স্থানীয় পর্যায়ে জারি করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি।’
সারাবাংলা/এসবি/পিটিএম