বাংলাদেশে ব্যবসার লাইসেন্স নিলো গুগল ও অ্যামাজন
৩০ মে ২০২১ ২০:১৮
ঢাকা: বাংলাদেশে ব্যবসা করার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে টেক-জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ও অ্যামাজন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
এনবিআর সূত্রে জানা যায়, গুগল ও আমাজন বাংলাদেশে ব্যবসা করার জন্য বিআইএন নম্বর নিয়েছে। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে তারা এই নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে। গুগল ২৩ মে এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন পেয়েছে।
ভ্যাট নিবন্ধন নেওয়ায় এখন থেকে তারা বাংলাদেশে ভ্যাট রিটার্ন দাখিল করবে একইসঙ্গে ভ্যাটের টাকা নিয়মিত পরিশোধ করবে।
এদিকে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে জানা গিয়েছে, গুগল ‘এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড’ নামে ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর আমাজন নিবন্ধিত হয়েছে ‘আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন’ নামে।
এছাড়া বাংলাদেশে তাদের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে ‘প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ’।
সারাবাংলা/এসজে/এমও