Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষককে আটকে রেখে নির্যাতন, আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ০৩:২৯

বেনাপোল (যশোর): পৌর এলাকার ছোট আচড়া গ্রামে আব্দুল মজিদ (৬৫) নামে এক কৃষককে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম এবং তার ছেলে জুয়েল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ মে) দুপুরে অভিযুক্তের বাড়ি থেকে ওই কৃষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে দমকা ঝড়ে জাহিদুল ইসলামের একটি গাছ হেলে পড়ে আব্দুল মজিদের জমিতে। এতে চাষাবাদে সমস্যা হলে আব্দুল মজিদ জাহিদুলকে গাছটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু তিনি গাছ না সরানোয় বাধ্য হয়ে রোববার সকালে আব্দুল মজিদ গাছের ডাল ছেঁটে দেন।

এতে ক্ষিপ্ত হয়ে জাহিদুল ও তার ছেলে আব্দুল মজিদকে দড়ি দিয়ে বেঁধে মাঠ থেকে বাড়িতে আনেন। এরপর শারীরিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় আটকে রাখে। আব্দুল মজিদের পরিবার জানতে পেরে পুলিশে খবর দিলে তারা গুরুতর আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আটক জাহিদুল ইসলামের পরিবার থেকে জানানো হয়, এ ঘটনা সামাজিকভাবে সমাধান করা যেত। বৃদ্ধ মানুষকে গায়ে হাত তোলা বা বেঁধে রাখা ঠিক হয়নি।

সারাবাংলা/একেএম

আটক কৃষককে আটকে রেখে নির্যাতন বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর