দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহীর এভারেস্ট জয়
৩১ মে ২০২১ ০৪:০২
দৃষ্টি শক্তির প্রতিবন্ধকতা নিয়েই মাউন্ট এভারেস্ট জয় করেছেন চীনের পর্বতারোহী ঝাং হং। ৪৬ বছর বয়সী ঝাং এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখার কৃতিত্ব অর্জন করলেন। খবর রয়টার্স।
এভারেস্ট জয়ের প্রতিক্রিয়ায় ঝাং বলেন, মনোবল দৃঢ় থাকলে কোনো প্রতিবন্ধকতায় বাধা হয়য়ে দাঁড়াতে পারে না। লক্ষ্যে স্থির থাকতে পারলে সবাইকে চমকে দিয়ে পৌঁছে যাওয়া যায়। তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় তিনি নিজে কিছুটা ভয়ে থাকতেন বলেও জানিয়েছেন ঝাং।
তিনি বলেন, খুব আতঙ্কে থাকতেন। কারণ যেখান দিয়ে হাঁটছেন, তার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার। সেন্টার অব গ্রাভিটি খুঁজে না পেয়ে অনেকবারই তিনি পড়ে গেছেন।
রয়টার্স জানিয়েছে, ঝাং তিন গাইডকে সঙ্গে নিয়ে নেপালের দিক থেকে এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান ২৩ মে এবং বৃহস্পতিবার (২৭ মে) বেজক্যাম্পে ফিরে আসেন।
এদিকে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চঙকিং নগরীতে জন্ম নেওয়া ঝাং গ্লুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান। ২০০১ সালে এভারেস্ট বিজয়ী মার্কিন দৃষ্টি প্রতিবন্ধী পর্তারোহী এরিক উইহেনমায়ার ঝাংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
প্রসঙ্গত, করোনা মহামারিতে এক বছর বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিলে বিদেশি পর্বতারোহীদের জন্য মাউন্ট এভারেস্ট খুলে দেয় নেপাল।
সারাবাংলা/একেএম