রাঙ্গামাটির ছোট হরিণায় ২০ দোকান পুড়ে ছাই
৩১ মে ২০২১ ১২:৫১
রাঙ্গামাটি: বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাত আনুমানিক পৌনে দুইটার দিকে ছোট হরিণা বাজারে আগুনের সূত্রপাত ঘটে। ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। বাজারের ওঠার সিঁড়ির দুই পাশ দিয়ে ২০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগা দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ব্যবস্থাপনা না থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ছোট হরিণা বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির জানান, বাজারে উঠার সিঁড়ির দুইপাশে ২০টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী প্রায় চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩-৪ কোটি টাকা।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন জানান, সোমবার মধ্যরাতে ছোট হরিণা বাজারে আগুনে ২০টি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বরকল ইউএনওকে ঘটনাস্থল পরিদর্শন করে সরকারিভাবে যতটুকু সহায়তা করা সম্ভব সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শনা দিয়েছি।
সারাবাংলা/এএম