Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন উৎপাদন বাড়াচ্ছে সিরাম

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২১ ১৩:৩৫

অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টায় উদ্ভাবিত কোভিশিল্ড ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।

ঘোষণা অনুসারে, মাসে সাড়ে ছয় কোটি ডোজের স্থলে জুন মাসে প্রায় ৯ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে বাড়তি চাহিদার কারণে সিরাম তাদের মাসিক উৎপাদন ক্ষমতা এর মধ্যেই একদফা বাড়িয়ে সাড়ে ছয় কোটি করেছে।

তবুও ১৩০ কোটি মানুষের দেশ ভারত সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। ফলে ভ্যাকসিন রফতানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে বাংলাদেশসহ অনেক দেশ বিপাকে পড়েছে।

অন্যদিকে, বেসরকারি আরেক প্রতিষ্ঠান ভারত বায়োটেক প্রতি মাসে দুই কোটি ডোজ কোভ্যাক্সিন তৈরি করছে বলে সরকারি সূত্র জানিয়েছে। ভারত বায়োটেকের উৎপাদন ক্ষমতা ছিল ৯০ লাখ। চাহিদার কারণে তাদেরও উৎপাদন বাড়াতে হয়েছে। জুলাই মাসের মধ্যে তাদের উৎপাদন এখনকার দ্বিগুণের বেশি বাড়িয়ে মাসে সাড়ে পাঁচ কোটি ডোজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের বাইরেও রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনও ভারতে তৈরির প্রক্রিয়া চলছে। জুলাই নাগাদ মাসে এক কোটি ২০ লাখ ডোজ স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে।

বিশ্বে ‘ভ্যাকসিন কারখানা’ হিসেবে পরিচিত ভারতে ২৩ মে পর্যন্ত ১৯ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রয়োগে গতি আনলেও ভ্যাকসিনের জন্য রাজ্যগুলোর হাহাকার থামেনি। অনেক রাজ্য সরকার দেশের বাইরে থেকেও ভ্যাকসিন আনতে উদ্যোগী হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস সিরাম ইনস্টটিউট অব ইন্ডিয়া (এসআইআই)

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর