Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী কূটনীতিক বহিষ্কার: প্রতিশোধ নিবে রাশিয়াও


২৭ মার্চ ২০১৮ ১৭:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

বিশ্বব্যাপী রাশিয়ান কূটনীতিক বহিষ্কারের প্রতিশোধ নিবে রাশিয়া। যুক্তরাজ্যের সালিসবেরিতে রাশিয়ান গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনায় যুক্তরাজ্য থেকে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের ঘটনায় সমর্থন জানিয়েছে আরও ২০টিরও বেশি দেশ। ইতিহাসের সবচেয়ে বড় সংখ্যার এই বহিষ্কারের পরে তার জবাব দিয়েছে রাশিয়াও।

ক্রিমলিনের মুখপাত্র পেসকোভের বরাত দিয়ে রাশিয়ার জাতীয় গণমাধ্যম তাস জানিয়েছে, সরকার তাদের কূটনীতিকদের বহিষ্কৃত করার মার্কিন সিদ্ধান্তে “গভীরভাবে অনুশোচনা করে”। রাশিয়ার ঘটনাটি বিশ্লেষণ করে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মতি নিবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন আমরা ইতিমধ্যেই বলেছি এবং আবারও বলছি, এই বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। তাই আমরা রাষ্ট্রগুলোর সঙ্গে আগের মতো পারস্পারিক আদান প্রদান নীতি বজায় রাখব।

পেসকোভ সতর্ক বার্তা দিয়ে বলেছেন, ২০১৬ সালের নির্বাচনে ওবামা প্রশাসন যখন ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছিলেন তার বদলে রাশিয়া যুক্তরাষ্ট্রকে ৭৫৫ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।

তাসকে দেওয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সাধ্য অনুযায়ী এই ঘটনার প্রতিরোধ ব্যবস্থা প্রস্তাব
করবে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট পুতিনের বিবেচনার জন্য রাখা হবে।

এইদিকে কূটনীতিকদের বহিষ্কারের ঘটনায় জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভেসেলি নাবানজিয়া জাতিসংঘকে তাদের অধিকার ও বাধ্যবাধকতা অপব্যবহারের অভিযোগ এনেছেন। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার আন্তর্জাতিক অঙ্গনে মস্কোর প্রচেষ্টাকে ব্যাহত করবে।

নাবানজিয়া তাসের কাছে স্বীকার করেন, এই পদক্ষেপ তাদের জন্য একটি সমস্যা তবে এটিকে প্রতিহত করার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর